নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় এক বসতবাড়িতে স্বামীর আগুনে দগ্ধ হওয়া রীনা বেগম (৩৬) এবং তার ছেলে ফরহাদ (১৫) বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় রীনা বেগম এবং দুপুর ১টায় ফরহাদ মারা যান।
বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রীনার শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, এ ঘটনায় পরিবারের আরও এক ছেলে তৌহিদ (৭) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। নিহত রীনা ও ফরহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এই আগুনের ঘটনা ঘটেছিল গত ২৩ অক্টোবর ভোরে। এ ঘটনায় স্ত্রী সন্তানসহ মোট ৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৫ জনকে পরে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে আনা হয়। গুরুতর অবস্থায় তিনজনকে ভর্তি রাখা হয়, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/আশফাক