রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিড রাজবংশী (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
শিশুটি তার ফুফুর বাসায় মাছ দিতে গিয়েছিল।
শিশুটির ফুফু প্রিয়া রাজবংশী বলেন, দুপুর ২টার দিকে অর্কিড তার মায়ের দেওয়া কিছু মাছ নিয়ে আমার বাসায় আসে। কখন যে চলে যায়, তা খেয়াল করি নাই। পরে খবর পাই, সে আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দৌড়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।
শিশুটির মা অন্তরা রাজবংশী জানিয়েছেন, তাদের বাসা ও অর্কিডের ফুফুর বাসা পাশাপাশি একই এলাকায়। তারা সব সময় তাদের বাসায় যাতায়াত করত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ ভাগলপুর লেন জেলেপাড়ার রানা রাজবংশীর একমাত্র ছেলে অর্কিড।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
বিডি প্রতিদিন/কেএইচটি