গ্লোবাল ল থিঙ্কারস সোসাইটি কর্তৃক গণ উন্নয়ন কেন্দ্রকে (জিইউকে) ‘গার্ডিয়ান অব দ্য আর্থ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।
গত শনিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স হলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওথমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
অন্যান্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ দেশি-বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে।
বিডি-প্রতিদিন/শআ/ডিই