বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরে বিআরটিসি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ইছলাদি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস ইছলাদি টোল প্লাজার কাছাকাছি আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ওসি বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসের বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে ও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেছে। বাসটি ও যাত্রীদের কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
বিআরটিসির বরিশাল বাস ডিপোর কর্মকর্তা মশিউর রহমান বলেন, বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে নথুল্লাবাদ বাস ডিপো থেকে ছেড়ে গোপালগঞ্জ হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। বিআরটিসির নরসিংদী ডিপোর বাসটি ইছলাদী এলাকায় পৌছুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এএম