রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার নটাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়নাল হক দেওয়ান।
জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আলিবদ্দি খান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজবাড়ী জেলার সদস্য সচিব এম এ আজিজুল মোল্লা বক্তব্য রাখেন।
এ সময় জামালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন লিটন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বালিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আজাদ শেখ, সদস্য রবিউল সরদার, জামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সৈয়দ মাহমুদ সাদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হানু মণ্ডল, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. উজ্জল মোল্লা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন