সিরাজগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান খান মনি (৬০) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর শহীদ এম. মনসুর আলী রেলস্টেশনে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
তিনি সিরাজগঞ্জ শহরের মৃত আব্দুল আজিজ খানের ছেলে। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একটি পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন।
জিআরপি থানার ওসি জানান, নিহত মনিরুজ্জামান মনির কড্ডার মোড় শহীদ এম. মনসুর আলী রেললাইন পার হবার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।