দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে প্রথম এশিয়া সফরে রয়েছেন ট্রাম্প। এ সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ার গিওংজুতে পৌঁছেছেন তিনি।
এখানে তিনি বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা করবেন। আর বৃহস্পতিবার সবচেয়ে আকাঙ্ক্ষিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে তার বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য আসলেই খুব ভালো ফলাফল আসবে।
তিনি আরও বলেন, একটি বিশেষ রাসায়নিক পদার্থ রপ্তানি রোধে চীনের প্রতিশ্রুতির বিনিময়ে মার্কিন শুল্ক কমানোর প্রত্যাশা করছেন। শুল্ক কমে অর্ধেক করার সম্ভাবনাও আছে।
বুধবার ট্রাম্পের কর্মসূচির মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা। যেখানে প্রধান বিষয় থাকবে অমীমাংসিত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ ও শান্তি নিয়ে আলোচনা করা হবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানে পৌঁছানোর পর, ট্রাম্পকে কর্মকর্তারা লাল গালিচা সংবর্ধনা দেন। এরপর একটি ব্যান্ড ভিলেজ পিপলস ওয়াইএমসিএ-এর গান পরিবেশন করা হয়। পরে তাকে তার হেলিকপ্টারে করে গিয়ংজুতে নিয়ে যাওয়া হয়।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/এমই