দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। হ্যামিল্টনে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে কিউইরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ইংল্যান্ড। একের পর এক উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন জেমি ওভারটন। হ্যারি ব্রুক করেন ৩৪ রান, জো রুট ২৫ ও বেথেল ১৮ রান যোগ করেন দলের খাতায়। শেষ পর্যন্ত ৩৬ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
বল হাতে দুর্দান্ত ছিলেন প্রায় আড়াই বছর পর দলে ফেরা পেসার ব্লেয়ার টিকনার। ৮ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। নাথান স্মিথ নেন ২ উইকেট, আর একটি করে উইকেট ভাগ করে নেন ডাফি, স্যান্টনার, ফাউলকস ও ব্রেসওয়েল।
১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জোফরা আর্চারের আগ্রাসী বোলিংয়ে কিছুটা বিপাকে পড়ে নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই উইল ইয়ং ফেরেন সাজঘরে। তবে রাচিন রবীন্দ্র ও অধিনায়ক কেন উইলিয়ামসন দলের হাল ধরেন। উইলিয়ামসন ২১ রান করে আউট হলেও রবীন্দ্র তুলে নেন দারুণ এক অর্ধশতক (৫৪)।
শেষদিকে মিচেল (৫৬*) ও স্যান্টনার (৩৪*) জুটি ১০১ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন কিউইদের। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ১০ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১ নভেম্বর) ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের লক্ষ্য এখন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা।
বিডি প্রতিদিন/মুসা