সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাস্ট হাফ ম্যারাথন ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’র আয়োজনে এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বুধবার (২৯ অক্টোবর) সকালে সংগঠনটির সভাপতি তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যারাথন ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এতে হাফ ম্যারাথন, ৭.৫ কিলোমিটার ও কিডস রানে ১ হাজার জন রানার অংশ নিতে পারবেন। ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বহিরাগত নারী-পুরুষ সকলে অংশগ্রহণ করতে পারবেন।
ম্যারাথনে রেজিস্ট্রেশন ফি হিসেবে হাফ ম্যারাথনে সাস্টিয়ান ১ হাজার ও ননসাস্টিয়ান ১ হাজার ২০০ টাকা, ৭.৫ কিলোমিটারে সাস্টিয়ান ৮০০ ও ননসাস্টিয়ান ১ হাজার টাকা এবং কিডস রানে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করার জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে আয়োজকেরা। ইভেন্টের প্রথম দুইটি ক্যাটাগরির সাস্টিয়ান (নারী-পুরুষ) ও ননসাস্টিয়ান (নারী-পুরুষ) ৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য থাকছে সিলেট-ঢাকা-সিলেট রিটার্ন বিমান টিকিট পুরস্কার।
এছাড়া, ম্যারাথনে অংশ নেওয়া সকল রানারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনকে দেওয়া হবে বিশেষ বিমান টিকিট। প্রথম পুরস্কার হিসাবে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার সিলেট-ঢাকা-সিলেট দম্পতি রিটার্ন বিমান টিকিট এবং ৩য় পুরস্কার সিলেট-ঢাকা-সিলেট একক রিটার্ন বিমান টিকিট।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. তারেকুল ইসলাম বলেন, ‘আমরা চাই রানারদের মধ্যে একটি ইতিবাচক প্রতিযোগিতা ও অনুপ্রেরণা সৃষ্টি হোক। এই পুরস্কারগুলো আমাদের অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করবে এবং ইভেন্টটিকে স্মরণীয় করে তুলবে।’
বিডি-প্রতিদিন/জামশেদ