নীতিমালা প্রণয়নে দূর্বলতা ও নাগরিকেদর মাঝে সচেতনতার অভাবে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহার হওয়া নির্গত বর্জ্য নিষ্কাশন জলবায়ুর ওপর বিরুপ প্রভাব ফেলছে। এতে মানুষ জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশণে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় সেমিনারটির আয়োজন করে।
বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদসহ অনেকে বক্তব্য রাখেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/কামাল