চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ১টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ও যৌথ বাহিনী কর্তৃক শহরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে একটি মাছের ট্রলারে নষ্ট পঁচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক (মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত ব্যক্তির পক্ষে মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।
চাঁদপুরের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পঁচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০/৩৫০ কেজি) কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ীবৃন্দ অভিযানের সময় উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
বিডি প্রতিদিন/এএম