আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম তাদের সদস্য ও পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
বুধবার সকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনের কার্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ল’ রিপোর্টর্স ফোরামের (এলআরএফ) সদস্যদের কিডনি পরীক্ষার পাশাপাশি ও চিকিৎসকের পরামর্শও দেওয়া হয়। মেডিক্যাল ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এসময় এই ফোরামের সদস্য ও পরিবারের সদস্যদের জন্য ডিসকাউন্ড কার্ডও দেওয়া হয়।
এসময় হাসপাতালের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহ. হাফিজুর রহমান, ডা. শিশির মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস, মোবারক করিম, অনামিকা রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন।
বিডি প্রতিদিন/আরাফাত