বিএনপির কাছে ছয়টি আসন চেয়েছে যুগপৎ আন্দোলনকারী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক জানান, জোটবদ্ধ নির্বাচনে বিএনপির কাছে ছয়টি আসন আসন চেয়ে আসন চিঠি পাঠিয়েছি।
আসনগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া-১ মাওলানা একে এম আশরাফুল হক, গাজীপুর সদর মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম মাদানী, কিশোরগঞ্জ- সদর-১ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা কবি আল্লামা মুহিব খান, ময়মনসিংহ-৯ মুফতি কামরুল ইসলাম ভুঁইয়া, লক্ষ্মীপুর-১ মাওলানা মুমিনুল ইসলাম ও ফরিদপুর-৪ মাওলানা সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত