দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে স্থগিত হওয়া হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নবীগঞ্জ পৌর বিএনপির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ পুনর্বহাল করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল