হযরত মাওলানা সুফী শাহ্ মোহাম্মদ আহসান উল্লাহ 'হজরত ক্বেবলা' (রহ.)এর ১০০ তম ওফাত দিবস স্মরণে পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার পুরান ঢাকার নারিন্দায় শাহ্ সাহেব বাড়িতে এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মশুরীখোলা দরবার শরীফের বর্তমান মোতাওয়াল্লী এবং গদ্দিনিশিন ও সাজ্জাদানিশিন হজরত মাওলানা সুফী শাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।
ওরশ শরীফে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সার্বিক বিষয় তদারকি করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত হযরত শাহ আহছান উল্লাহ (রহ.), ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী হযরত শাহ মো. ইমতিয়াজ।
বিডি প্রতিদিন/জুনাইদ