রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখার এলাকার একটি নারিকেল বাগান থেকে এসব উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থলে অস্ত্রটি কে বার কারা রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর
থানায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল