পদোন্নতি নীতিমালায় বৈষম্য দূর করার দাবি জানিয়ে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের শিক্ষকরা। দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষকদের অভিযোগ, ১০ বছরের অধিক চাকরির বয়স হলেও তারা পদোন্নতি পাচ্ছেন না। অথচ কর্মচারীরা তাদের থেকে এগিয়ে গেছেন। অবিলম্বে তারা নীতিমালার সংস্কার চান।
স্কুলের শিক্ষক জান্নাতুন নাহার বলেন, পদমর্যাদায় কর্মকর্তারা আমাদের থেকে এগিয়ে গেছেন। এটা নিয়ে আমরা ঈর্ষান্বিত নই, তারা তাদের মর্যাদা পাক। তবে কেন বৈষম্যের শিকার হবো। এ নীতিমালা শিক্ষকদের পদমর্যাদাকে ক্ষুণ্ন করছে।
বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির সভাপতি আশুতোষ ব্যানার্জি বলেন, ২০১২ সালে স্কুলের এক নীতিমালা তৈরি করা হয়, যা অনুযায়ী শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারিত আছে। তবে ২০২০ সালে যখন জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়, সেসময় থেকে এই বৈষম্য তৈরি হয়েছে। বহুদিন যাবৎ আমরা এই বৈষম্যের শিকার হয়ে আসছি। আজ ১৫ বছর হয়ে যাচ্ছে, তা এখনো সমাধান হয়নি। এর আগে আমরা দু'দিন মানববন্ধন করেছি। কোনো লাভ হয়নি। এখন থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।
বিডি প্রতিদিন/এমআই