টি-টোয়েন্টি সিরিজে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে ব্যাটিংয়ে উন্নতির দিকে নজর রাখছে বাংলাদেশ দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বুধবার সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। প্রথম ম্যাচে হারায় সিরিজ বাঁচিয়ে রাখাই এখন টাইগারদের মূল লক্ষ্য।
তবে লক্ষ্য শুধু সিরিজ টিকিয়ে রাখা নয়, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারায় থাকতে হলে নিজেদের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠাই এখন সময়ের দাবি।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা। দলের প্রথম ছয় ব্যাটসম্যানের সম্মিলিত রান মাত্র ৬২! প্রথম পাঁচ উইকেটে কোনো ২০ রানের জুটিও গড়া যায়নি। ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারের তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কিছুটা লড়াই করলেও তা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।
বোলিংয়ে শুরুটা ইতিবাচক হলেও শেষের ওভারগুলোতে ছন্দ হারায় বাংলাদেশ। ৭ রানে জীবন পাওয়া রভম্যান পাওয়েলের দারুণ ফিনিশিংয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ তিন ওভারে তোলে ৫১ রান, স্কোর নিয়ে যায় ১৬০’র ওপরে।
ফিল্ডিংয়েও দেখা গেছে একাধিক ভুল। হাতছাড়া হয়েছে রান আউটের সুযোগ, সহজ ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। ফলে প্রথম ম্যাচে ১৬ রানের হারে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রাতের শিশির বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান পাওয়েল জানিয়েছেন, প্রথম ম্যাচে তারা শিশিরের প্রভাব কম ভেবেছিলেন, কিন্তু শেষে ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল। তাই এবার সেই বিষয়টিকে তারা আগেই মাথায় রাখছেন।
দ্বিতীয় ম্যাচেও একই ধরনের উইকেট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। আগে থেকে প্রস্তুত রাখা বিকল্প উইকেটও খেলার জন্য প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনই নেওয়া হবে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল দারুণ ভারসাম্যপূর্ণ। ওপেনার আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং জুটিতে এনে দেন ভালো শুরু, আর শেষদিকে শাই হোপ ও রভম্যান পাওয়েল গড়েন জয়ের ভিত।
টানা সাত সিরিজ হারার পর জয়ে ফেরার সুযোগ পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, লিটন দাসের দল জানে হারলেই সিরিজ শেষ। তাই সিরিজ বাঁচাতে হলে এবার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই।
ম্যাচের সূচি:
স্থান: বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম
সময়: বুধবার সন্ধ্যা ৬টা
বিডি প্রতিদিন/মুসা