২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর আয়োজনগুলোর একটি। আয়োজক দেশ সৌদি আরব এবার ফুটবল দুনিয়ায় এমন এক দৃষ্টিনন্দন স্বপ্ন দেখাচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি। মাটি থেকে ১ হাজার ১৫০ ফুট উচ্চতার আকাশচুম্বী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছেন তারা।
সৌদি গণমাধ্যমের তথ্যমতে, ‘স্কাই স্টেডিয়াম’ নামের এই প্রকল্পটি গড়ে তোলা হবে দেশটির উত্তর-পশ্চিম মরুভূমি অঞ্চলে নির্মাণাধীন ভবিষ্যতের স্মার্ট সিটি ‘নিওম’-এর কেন্দ্রস্থলে। বিশ্বের ইতিহাসে এটিই হবে সবচেয়ে উঁচু স্টেডিয়াম। সম্পূর্ণভাবে সৌর ও বায়ু শক্তিনির্ভর এই স্টেডিয়ামে থাকবে প্রায় ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতা। সৌদি কর্তৃপক্ষ একে দেশের ক্রীড়া অবকাঠামোয় একটি রূপান্তরমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হবে এবং ২০৩২ সালের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে ২০৩৪ বিশ্বকাপের আগেই খেলার জন্য প্রস্তুত হবে মাঠটি। এর পাশাপাশি সৌদি আরব আরও ১৫টি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে, যেগুলো হবে আধুনিক স্থাপত্যশৈলী ও পরিবেশবান্ধব প্রযুক্তির অনন্য উদাহরণ।
নিওম সিটি প্রকল্প নিজেই বিশ্বের অন্যতম উচ্চাভিলাষী নগর পরিকল্পনা। যেখানে গাড়িমুক্ত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত, সম্পূর্ণ টেকসই জীবনযাত্রা গড়ে তোলা হচ্ছে। এর মূল অবকাঠামো ‘দ্য লাইন’-এর পাশে থাকবে একাধিক বিশ্বকাপ ভেন্যু। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, একটি স্টেডিয়াম নির্মিত হবে পাহাড়ের গায়ে, যেখানে দর্শকরা পৌঁছাতে পারবেন কেবল নৌকা বা ট্রেনের মাধ্যমে।
তার মধ্যেও সর্বাধিক আলোচনায় আছে নিওমের গগনচুম্বী ‘স্কাই স্টেডিয়াম’, যা ফুটবল স্থাপত্যে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক