রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের সরিষা ও মসুরের আবাদের ওপর জোর দেওয়া হয়েছে। এ কারণে ৩ হাজার ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের এক বিঘা জমির জন্য প্রণোদনা প্রদান করা হবে। উদ্বোধনী দিনে ৭০০ কৃষকের মাঝে প্রতি কৃষকের ১ কেজি সরিষা ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১০০ কৃষকের মাঝে প্রতি কৃষকের ৫ কেজি মশুরের বীজ, ৫ কেজি ডিএপিসহ ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সামনের রবি মৌসুমে সরিষার আবাদে জোর দেওয়া হয়েছে। একারণে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দ্রুতই উপজেলার ৩ হাজার ৮৫০ জন কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ পৌঁছে যাবে।
এ সময় বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম