সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। ফলে আগামী শনিবার (১ নভেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ীই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’ ও ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের রিট আবেদনের শুনানিতে বুধবার উচ্চ আদালত এ আদেশ দেন।
রায়ের পর প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। এদিন দুপুরে ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’-এর প্রার্থী ও সমর্থকেরা নগরীতে আনন্দ মিছিলও করেন।
সিলেট ব্যবসায়ী পরিষদের অর্ডিনারি শ্রেণির পরিচালক প্রার্থী ইমরান হোসাইন বলেন, আমাদের প্যানেল থেকে অর্ডিনারি পরিচালক প্রার্থী কামরুল হামিদসহ কয়েকজন বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে রিট করেছিলেন। শুনানি শেষে আদালত আদেশ স্থগিত করেন। এখন ধার্য তারিখেই ভোটগ্রহণ হবে।
প্রসঙ্গত, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিলেট চেম্বারের তিন সদস্য জেলা প্রশাসকের কাছে নির্বাচন স্থগিতের আবেদন করেছিলেন। জেলা প্রশাসক বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। পরবর্তীতে গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে নির্বাচন স্থগিত ও তালিকা যাচাই-বাছাই করে পুনঃতফসিলের নির্দেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সুজন