চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে প্রত্যাশিত মুনাফার চেয়ে বেশি অর্থ আয় করেছে বৈশ্বিক মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। তবে এর জন্য প্রতিষ্ঠানটিকে বেশ কিছু নীতি অনুসরণ করতে হয়েছে। সম্প্রীতি রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু তান-এর কঠোর ব্যয় সঙ্কোচন নীতির কল্যাণের পাশাপাশি বেশ কয়েকটি বিনিয়োগ আসায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে একসময়ের এই চিপ জায়ান্ট।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে ইন্টেলের সমন্বিত মোট লাভ বা মুনাফার হার ছিল ৪০ শতাংশ, যা লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের(এলএসজিই) পূর্বানুমানকেও ৩৫ দশমিক ৭ শতাংশ ছাড়িয়ে গেছে।
এক্ষেত্রে শেয়ার প্রতি ২৩ সেন্ট সমন্বিত মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। যেটা এলএসজিই’র প্রত্যাশিত শেয়ার প্রতি ১ সেন্ট মুনাফার তুলনায় অনেক বেশি। এছাড়া এনভিডিয়া এবং জাপানের সফটব্যাংক ছাড়াও ইন্টেলে বিনিয়োগ করেছে মার্কিন সরকার।
এর আগে কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেনি তারা। বেশ কয়েকটি বিশাল অংকের বিনিয়োগ প্রাপ্তিতে শেয়ার বাজারেও ইন্টেলের শেয়ারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এতে সেপ্টেম্বরে প্রান্তিক আর্থিক ফলাফল ঘোষণা করল ইন্টেল।
অন্যদিকে জাপানের সফটব্যাংকের প্রতিশ্রæতি বিনিয়োগের অর্থ বছরের তৃতীয় অর্থাৎ সেপ্টেম্বর প্রান্তিকেই পেয়ে গেছে ইন্টেল। তবে এনভিডিয়ার কাছ থেকে বিনিয়োগের অর্থ পায়নি তারা।
গত বছর ইন্টেলের শেয়ারদর ৬০ শতাংশ কমে এলেও চলতি বছর নতুন বিনিয়োগের সুবাদে শেয়ার বাজারে তাদের বাজারমূল্য ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে।
এক সময় ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের বাজারে এক সময় একাধিপত্য দেখিয়েছে ইন্টেল। তবে এএমডি’র সাথে তীব্র প্রতিযোগিতা এবং এনভিডিয়া-নিয়ন্ত্রিত এআই চিপের বাজারে প্রবেশে ব্যর্থ হওয়ায় বিগত কয়েক বছরে বেশ চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে তাদের।
তবে বৈশ্বিক বাজারে ইন্টেলের জন্য সাম্প্রতিক বিনিয়োগগুলো লাইফলাইন হিসেবে কাজ করছে। গত মাসে ইন্টেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় এনভিডিয়া। চুক্তির অধীনে নতুন শেয়ার ইস্যু করার পর ইন্টেলের ৪ শতাংশ মালিকানা পাবে এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। আগস্টে জাপানের সফটব্যাংক থেকেও ২ বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে মার্কিং প্রতিষ্ঠানটি।
এর মধ্যে সেপ্টেম্বও প্রান্তিকেই মার্কিন সরকারের কাছ থেকে চুক্তির অধীনে ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইন্টেলের ১০ শতাংশ অংশীদারিত্ব নেয়। বর্তমান প্রান্তিকে অক্টোবর ও ডিসেম্বর এর জন্য ইন্টেল ১২ দশমিক ৮ বিলিয়ন থেকে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে।
তাদের এই লক্ষ্যের মধ্যবিন্দু হচ্ছে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। যা বাজার বিশ্লেষকদের গড় অনুমান ১৩ দশমিক ৩৭ বিলিয়নের চেয়ে বেশি। এই হিসেবে চলতি বছরে ইন্টেলের মূলধনী ব্যয় হতে পারে ২৭ বিলিয়ন ডলার। গত বছর এর পরিমাণ ছিল ১৭ বিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/কামাল