বর্তমানে চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি বেশ কিছু দক্ষতার প্রয়োজন হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাই এখন ক্যারিয়ার সাফল্যের অন্যতম মাপকাঠি। ভালো ক্যারিয়ারের জন্য কিছু গরুত্বপূর্ণ কোর্স এর প্রয়োজন রয়েছে।
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। এক্ষেত্রে চাকরির বাজারে চাহিদাসম্পন্ন কিছু দক্ষতা অর্জনের কোর্স এখন অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এসব কোর্সে অংশ নিয়ে যে কেউ নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি ক্যারিয়ারের উন্নতি করতে পারে।
এআই ফ্লুয়েন্সি ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং
প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরিহার্য হয়ে উঠছে। গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিন্সির মতে, জেনারেটিভ এআই বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় ২ দশমিক ৬ থেকে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ফলে চাকরির বাজারে এআই দক্ষতার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
আগামী দিনের চাকরির বাজারে এআই জ্ঞান থাকা শুধু বাড়তি সুবিধা নয়, বরং অতি প্রয়োজনীয়। এআই ফ্লুয়েন্সি ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং কনটেন্ট তৈরি, ব্যবসার কাজকে স্বয়ংক্রিয় করা এবং ডেটা অ্যানালাইসিস ও বাজার গবেষণা তৈরিতে ভূমিকা রাখবে। এক্ষেত্রে মাইক্রোসফট লার্ন, গুগলের এআই ফর এভরিওয়ান সনদ, আর ফোর্বসে প্রকাশিত বিভিন্ন ফ্রি এআই কোর্স রয়েছে।
নেতৃত্বের গুণ
প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নেতৃত্বের গুণ বর্তমানে ক্যারিয়ারের সাফল্য এনে দিতে ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি টেক কোম্পানির কর্মীদের প্রোফাইল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবহৃত দক্ষতা হচ্ছে নেতৃত্ব। অবাক করার মতো বিষয় হলো, নেতৃত্ব দক্ষতা এখন এআই-সম্পর্কিত দক্ষতাকেও ছাড়িয়ে গেছে। অফিসে নেতৃত্বের দক্ষতা থাকলে শুধু পদোন্নতিই নয়, দলের সবার আস্থাভাজন হওয়া যায়। আর উদ্যোক্তাদের জন্য নেতৃত্ব হলো ব্যবসা গড়ে তোলার মূল চালিকাশক্তি।
কনটেন্ট ক্রিয়েশন দক্ষতা
বর্তমানে চ্যালেজ্ঞিং পেশায় কনটেন্টই রাজত্ব করে থাকে। ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে হলে মানসম্মত কনটেন্টের বিকল্প নেই। বর্তমানে এআই দিয়ে যে কেউ কনটেন্ট বানাতে পারে। কিন্তু মৌলিকত্ব ও ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া কনটেন্ট মানুষের কাছে পৌঁছাবে না। তাই কনটেন্ট ক্রিয়েশনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনার নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি।
ক্যারিয়ারে উন্নত করতে শুধু অফিসের নির্ধারিত নিয়ম অনুসরণ করা নয়। দক্ষতা, নেতৃত্ব গুণ এবং কনটেন্ট ক্রিয়েশন তৈরির দক্ষতা সাফল্যের আসল চাবিকাঠি। আর সবচেয়ে বড় কথা, এগুলো শিখতে আপনার এক টাকাও খরচ হবে না।
বিডি প্রতিদিন/কামাল