কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানের লেখা দুটি বই অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে। বর্ষাদুপুর স্টুডেন্টওয়েজ প্রকাশনী থেকে প্রকাশিত এই দুটি বই হচ্ছে ‘ক্রিয়েটিভ কনটেন্ট ও সকল ক্যারিয়ার’ এবং ‘ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য’।
বই দুটি কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে লেখা। ‘ক্রিয়েটিভ কনটেন্ট ও সকল ক্যারিয়ার’ বইটি মূলত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য লেখা, যা ইতিমধ্যেই সপ্তম মুদ্রণ পর্যন্ত ছাপা হয়েছে। অন্যদিকে, ‘ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য’ বইটি ফ্রিল্যান্সারদের জন্য লেখা, যা ইতিমধ্যেই তৃতীয় মুদ্রণ পর্যন্ত ছাপা হয়েছে।
রবিন রাফান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার বইগুলো মূলত নতুনদের জন্য লেখা, যারা সিদ্ধান্তহীনতায় ভোগে যে কোথা থেকে শুরু করবে। আমি চেষ্টা করেছি তাদের জন্য একটি স্পষ্ট পথ দেখানোর, যাতে তারা কনটেন্ট ক্রিয়েশন বা ফ্রিল্যান্সিংয়ে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে যেতে পারে। পাঠকদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা জোগায়।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ/ আজম