ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে সংগঠনটি।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২ টায় সমাবেশের নির্ধারিত সময় থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে ভীড় করে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর, নির্বাচনের আগেই বিগত সরকারের আমলে নানা অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি তোলেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন