নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী যোহরান মামদানী সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, ৪ নভেম্বর আমরা নতুন ইতিহাস গড়তে যাচ্ছি। তাই কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ব্যালট যুদ্ধে বিপুল বিজয় ছিনিয়ে আনতে হবে। যেমনটি দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়েছেন। যোহরান উল্লেখ করেন, আমরা ১৩ পয়েন্টের ব্যবধানে ধরাশায়ী করেছি নিউইয়র্কের সাবেক গভর্নর এবং প্রয়াত গভর্নরের পুত্রকে (ক্যুমো)। এরপরও তিনি থেমে থাকেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তিনি আপনাদের প্রত্যাশাকে ধুলিসাৎ করতে চান। আপনাদের এগিয়ে যাওয়াকে থামিয়ে দিতে চান। আপনারা যাতে অভীষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম না হোন সে চেষ্টা চালানো হচ্ছে। ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ) এবং ‘বাংলাদেশিজ ফর যোহরান’-এর যৌথ উদ্যোগে ৮ অক্টোবর সন্ধ্যায় শানাই পার্টি হলে ব্যবসায়ী-কর্মজীবী প্রবাসীদের এক সমাবেশে সিটি মেয়র নির্বাচন ঘিরে যে উত্তেজনা বিরাজ করছে সেদিকে ইঙ্গিত করে যোহরান মামদানী বলেন, কয়েক সপ্তাহ আগে এই স্থানেই আপনাদের সঙ্গে মিলিত হয়ে বিজয়ের যে জয়গানে মিলিত হয়েছিলাম, আজকের সমাবেশ থেকে এই সংকল্প উচ্চারিত হচ্ছে। এটাই আমাদের লক্ষ্য অর্জনকে ছিনিয়ে আনতে সহায়তা করবে। আমরা সবার বসবাসের উপযোগী একটি শহর গড়তে চাই।