নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ও বিলমাড়িয়া ইউনিয়নে যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রতারক চক্র ইমো ও ম্যাসেঞ্জার হ্যাকার চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫টি মোবাইল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গ্রেফতাররা নিজেদের মন্ত্রণালয়ের সচিব, সেনা ও পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হ্যাক করে অর্থ আদায় করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব বৃহস্পতিবার মধ্য রাত থেকে অভিযান শুরু করে। ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ২টি মামলা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম