প্রয়াত ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেহাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রদ্ধা জানানো শেষে ছাত্রদল নেতারা জেহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ‘নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শহীদ জেহাদের আত্মত্যাগকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদেরকে জেহাদের মতো দেশপ্রেমিক হিসেবে রূপান্তরিত করতে চাই।
১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে মারা যান জেহাদ। পারিবারিক সূত্র মতে, জেহাদের পুরো নাম কে এম নাজির উদ্দিন জেহাদ। তার জন্ম ১৯৬৯ সালের ৬ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রামে। বাবা মরহুম কে এম মাহমুদ এবং মা বছিরুনেচ্ছা। ১০ ভাইবোনের মধ্যে জেহাদ নবম। তিনি সরকারি আকবর আলী কলেজে বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।
জেহাদ ছাত্রদলের কলেজ শাখার সভাপতি ও উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯০ সালের ১০ অক্টোবর বিএনপিসহ সাত দলীয় জোট রাজধানীর পল্টনে মহাসমাবেশের ডাক দিলে জেহাদ নিজ এলাকা থেকে ৬০ জন ছাত্র নিয়ে যোগ দেন সমাবেশে।
ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ গুলি করে। তাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান জেহাদ।
এই দিনটি স্মরণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত