পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ বছর পর সম্প্রতি বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মানাসলু জয় করেছেন। গত ২৫ সেপ্টেম্বর তিনি মানাসলুর শিখরে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা। তার দুঃসাহসিক অভিযানের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা গতকাল তিনি তুলে ধরেন। মাউন্টেনিয়ারিং ক্লাব আলটিটিউড হান্টার এ উপলক্ষে গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তমালের মানাসলু পর্বত অভিযানের পতাকা প্রত্যাবর্তন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে তমাল তার মানাসলু পর্বত জয়ের রোমাঞ্চকর কাহিনি ও বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
নিজ অভিজ্ঞতা কথা বলতে গিয়ে এই পর্বতারোহী আরও বলেন, ‘এ অভিযানের সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করেছি। কিন্তু বাংলাদেশে পর্বত আরোহণকে খেলা হিসেবে বিবেচনা করতে হবে। অন্য খেলাগুলোয় যেমন খেলোয়াড়দের অর্থায়নের সুযোগ থাকে। একইভাবে পর্বত আরোহণেও আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। দেশের পতাকা বহন করি। তার পরও বাংলাদেশের পর্বতারোহীদের অভিযানগুলোয় নিজ অর্থ ব্যয়ে যেতে হয়। এতে অনেক পর্বতারোহীর ইচ্ছে ও শারীরিক সামর্থ্য থাকার পরও অর্থের অভাবে পর্বত আরোহণে যেতে পারছেন না। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পর্বতারোহণে পৃষ্ঠপোষকতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।