‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে রংপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিফ ইপিডেমিওলজিস্ট ডা. রফিকুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক, ডিম উৎপাদনকারী ফার্মের প্রতিনিধি ও স্থানীয় খামারিরা।
বক্তারা বলেন, ডিমে রয়েছে দেহ গঠনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টিগুণ। সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া উচিত। তারা বলেন, ডিম খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।
এ সময় অনুষ্ঠানে অংশ নেওয়া খামারিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ব ডিম দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনটি ঘরোয়াভাবে সীমিত পরিসরে পালন করায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত প্রচার ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। তারা আগামী বছর দিবসটি আরও বড় পরিসরে উদ্যাপনের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল