বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আসিফ সিরাজ রব্বানী আধুনিক দৃষ্টিভঙ্গি ও তরুণদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চান। সমাজসেবায় সক্রিয় এই তরুণ নেতা ইতোমধ্যে মানবিক রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন। বাবা গোলাম মো. সিরাজ পাঁচবারের এমপি ও জনপ্রিয় রাজনীতিক। রব্বানী পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে আসিফ এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন। বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষিত আসিফ সিরাজ রব্বানী টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা। তিনি আইওএফ প্রেসিডেন্ট ও এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
রাজনৈতিকভাবে তিনি বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।
শেরপুর-ধুনটকে মডেল জনপদে গড়ে তুলতে তার পরিকল্পনায় রয়েছে-শিল্পকারখানা, আইটি প্রশিক্ষণ, ক্রীড়া একাডেমি, কৃষকের ন্যায্যমূল্য, আধুনিক অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। আসন্ন নির্বাচনে তিনি ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করছেন।