দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট- আসিয়ানের সদস্য হিসেবে তিমুর-লেস্তের যোগদান বাংলাদেশের জন্যও নতুন দ্বার উন্মোচন করেছে। এমন মন্তব্য করেছেন, বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল কুতুবউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে চাই। তিমুর-লেস্তের উন্নয়ন যাত্রায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।
তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান এই অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়বে।
কুতুবউদ্দিন আহমেদ বলেন, তিমুর-লেস্তের আসিয়ানে যোগদান তাদের জনগণের জন্য ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের জন্য এটি নতুন সম্পর্ক গড়ার সুযোগ। আসিয়ানের নতুন কাঠামো দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ, বিনিয়োগ ও নতুন ভাবনা আদান-প্রদানে প্ল্যাটফর্ম তৈরি করবে।
শেল্টেক্ গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ দীর্ঘদিন বাংলাদেশ ও উদীয়মান এশীয় বাজারগুলোর মধ্যে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করছেন। তার মতে, তিমুর-লেস্তের আসিয়ানে অন্তর্ভুক্তি বাণিজ্য, বিনিয়োগ, নির্মাণ, অবকাঠামো, শিক্ষা ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনারারি কনসালের দায়িত্ব গ্রহণের পর থেকে কুতুবউদ্দিন আহমেদ তিমুর-লেস্তেতে বাংলাদেশের শিল্প উন্নয়ন, টেকসই উৎপাদন ও প্রযুক্তিগত দক্ষতার প্রচারে কাজ করে যাচ্ছেন।