ভারতের মুম্বাই শহরের একটি স্টুডিওতে জিম্মি করে রাখা ১৭ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন জিম্মিকারী পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন, যিনি নিজেকে রোহিত আর্য বলে পরিচয় দিয়েছিলেন।
জানা গেছে, উদ্ধার অভিযানের সময় পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হন রোহিত। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
পুলিশ বলছে, বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত র্যাপিড রেসপন্স পাঠিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। জিম্মি শিশুদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদে বের করে আনা হয়।
পুলিশের অভিযানের আগে রোহিত আর্য একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, তাকে বাধা দেওয়া হলে তিনি নিজে ও শিশুদের ক্ষতি করবেন ও সবকিছুতে আগুন লাগিয়ে দেবেন। তিনি আরও জানিয়েছিলেন, তিনি অর্থ চান না ও তিনি কোনও সন্ত্রাসী নন।
পুলিশ সূত্রে জানা গেছে, জিম্মি হওয়া শিশুরা মুম্বাইয়ের পাওয়াই এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি স্টুডিওতে ছবির অডিশনে গিয়েছিল। ঘটনাস্থল থেকে একটি এয়ার গান ও কিছু রাসায়নিক বস্তু উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ