ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশের কাশবন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় ব্যক্তিরা লাশের পরিচয় শনাক্ত করেন।
উদ্ধারকৃত ব্যক্তির নাম জহির উদ্দিন (২৮)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় শ্বশুরবাড়িতে থাকতেন। জহির উদ্দিন ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার কুটি সেখের মেয়ে তায়েবা আক্তারীর স্বামী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কাশবনের ভেতরে লাশটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। তারা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        