দ্বীপজেলা ভোলার ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য' শীর্ষক আলোচনা সভা আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর শাখার সহ-সভাপতি এবং ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মাসুদ, মো. শরীফ আল মামুন, মো. আব্দুর রহমান, ফারহানা রশিদ, বাদল চন্দ্র দে, জুমা কুন্ডু, লোকেশ রঞ্জনা।
এসময় বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুথী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, 'আজকের বিশ্বে মানুষ তার সম্ভাবনার সীমাহীন সময় কার্যকর, উৎপাদনশীলভাবে ব্যয় করবে এটাই প্রত্যাশিত। কিন্তু আর্থসামাজিক বিভিন্ন কারণে মানুষ বিচ্ছিন্নতা, হতাশা, ভবিষ্যত প্রশ্নে পরিকল্পনাহীনতা ইত্যাদি কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। যার ফলে দেশের সম্ভাবনাময় প্রজন্ম ক্ষয় হয়ে যাচ্ছে। জাতির সামগ্রিক উন্নয়নের জন্য এই অবস্থা নিবারণ একান্তই আবশ্যক।'
ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফত হোসেন বলেন, 'মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বর্তমানে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই ধরনের আলোচনা সভা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে, সমস্যা সমাধানে সহায়তা করতে এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সাহায্য করে।'
বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি নুহা বেগম বলেন, 'মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা শুধু একজন মানুষের জন্য নয়—এটি একটি সুস্থ ও সহানুভূতিশীল সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। '
আলোচনা সভায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা সভা আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সকলে কাজ করা জরুরি।'
আগামীর প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার, রাষ্ট্র আর সমাজের সচেতন নাগরিককে এগিয়ে আসার আহবান জানান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া