বাংলা একাডেমিতে চালু হলো কবি আল মাহমুদের নামে প্রবর্তিত "আল মাহমুদ লেখক কর্ণার"। বুধবার একাডেমির মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় এই কর্ণারের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এসময় একাডেমির সচিব, পরিচালক, উপ-পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমির জনসংযোগ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লেখক কর্ণারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর রয়েছে। পঞ্চাশ আসনের সেমিনার কক্ষ নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠানের জন্য বরাদ্দ নেওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কক্ষটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখকদের জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত