নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানিকে হত্যার হুমকিদাতা জেরমি ফিস্টেলকে (৪৪) টেক্সাসের প্ল্যানো সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এনে কুইন্স ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয়েছিল।
তাকে এক লাখ ২৫ হাজার ডলারের বন্ডে জামিন প্রদানের পর ১৯ নভেম্বর কোর্টে হাজিরার নোটিশ ধরিয়ে দেয়া হয়। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভের পর থেকেই (জুন ও জুলাই মাসে) জেরমি ই-মেইল এবং টেলিফোনে জোহরানকে সপরিবারে হত্যার হুমকির পাশাপাশি মুসলিম বিদ্বেষী হুমকি-ধামকি দিয়েছেন।
নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি সিটি মেয়র পদে লড়ছেন এবং আসছে নভেম্বরের নির্বাচনে একই পদে অপর প্রার্থীগণের চেয়ে অনেক বেশি পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে সবগুলো জরিপে উদঘাটিত হয়। বিজয়ী হলে জোহরান হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলমান মেয়র। জোহরান হচ্ছেন নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের প্রথম সদস্য যিনি গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রথম মুখ খুলেছেন এবং মেয়র হিসেবে বিজয়ী হলে নেতানিয়াহুকে (যুক্তরাষ্ট্রে এলে) যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতারের অঙ্গীকার করেছেন।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এ প্রসঙ্গে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচিত একজন কর্মককর্তাকে হত্যার হুমকিসহ ধর্মীয় বিদ্বেষমূলক মতামত ব্যক্ত করা হয়েছে জোহরান মামদানির অফিসের টেলিফোনে। টেলিফোনে মেসেজ বলা হয়েছে উগান্ডায় ফিরে যাবার জন্যে। না হলে তার মাথায় গুলি করে হত্যা করা হবে। তার বাড়ি ও পরিবারের ওপর গভীর পর্যবেক্ষণ রাখার কথাও জানানো হয়। আমেরিকা ত্যাগ করা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে, সর্বোপরি সে এবং তার স্বজনেরা মৃত্যুর অপেক্ষায় রয়েছেন বলে হুমকি দেয়া হয়। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাটজ উল্লেখ করেছেন, আমি অত্যন্ত খোলামেলাভাবে সকলকে জানিয়ে দিতে চাই, যে কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে হুমকি প্রদানের ব্যাপারকে আমরা খুবই গুরুত্বের সাথে নিয়ে থাকি, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ঘৃণা এবং ধর্মান্ধতার প্রশ্রয় নেই।
আদালত সূত্রে জানা গেছে, ফিস্টেলকে টেক্সাসে গ্রেফতার করা হয় গত ১১ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/নাজমুল