বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উদ্যোগে রিকশাচালকদের নিয়ে ট্রাফিক সিগনালিং বিষয়ক কুইজ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় শতাধিক রিকশা চালক অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেনের নেতৃত্বে আয়োজনটিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্যামল হোসেন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক এমরান শেখ, দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝর্না হিয়া, সমাজ কল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী সদস্য- আনিকা তাবাসসুম, সুলতান, সুমাইয়া সিনহা প্রমূখ।
অনুষ্ঠানে ট্রাফিক সিগনালের অর্থ, রাস্তা পারাপারের নিয়ম, ইউ-টার্ন নেওয়া এবং সড়ক নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো। ইমরান হোসেন বলেন, রিকশাচালকরা প্রতিদিন হাজারো যাত্রী বহন করেন। তাদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সিগনাল সম্পর্কে সচেতন হওয়া খুব জরুরি। আমরা চাই, এই উদ্যোগের মাধ্যমে তারা নিয়মগুলো ভালোভাবে জানুক এবং মেনে চলুক। এতে দুর্ঘটনা কমবে এবং গাজীপুর শহর আরও নিরাপদ হবে।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সহসভাপতি শাহানুর রহমান বলেন, সচেতনতা তৈরি ছাড়া ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আশা করি, রিকশাচালকদের পাশাপাশি সাধারণ মানুষও সড়ক আইন মেনে চলবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সড়ক নিরাপদ হবে।
অনুষ্ঠানে উপস্থিত রিকশাচালক মো. রফিকুল ইসলাম তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, আমরা অনেক সময় সিগনালের নিয়ম ভালোভাবে বুঝি না, তাই ভুল হয়ে যায়। আজকের কুইজ ও আলোচনা থেকে অনেক কিছু শিখলাম। এখন থেকে চেষ্টা করব ট্রাফিক আইন মেনে চলতে। এতে দুর্ঘটনা কমবে, আমরাও নিরাপদ থাকব আর যাত্রীরাও স্বস্তি পাবেন।
রিকশাচালকেরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, নিয়মিত এ ধরনের আয়োজন তাদের জন্য খুবই সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বাড়াতে এই ধরনের সামাজিক উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানবাহন ব্যবস্থাপনায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ