বজ্রপাত প্রতিরোধ, প্রাণহানি হ্রাস ও পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে নরসিংদীর মনোহরদীতে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলেজ রোডের দুই পাশে সারিবদ্ধভাবে দুই শতাধিক তালবীজ রোপণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, উপদেষ্টা মো. আবদুল হামিদ, মো. ফারুক আহাম্মেদ মুদির, সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম মোরাদ, সাংগঠনিক সম্পাদক মো. আল মমিন হোসাইন সজিব, শুভার্থী গাজি শরিফ, শেখ বাইজিদ আহমেদ শিপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিবছর বজ্রপাতে অসংখ্য প্রাণহানি ঘটে, বিশেষত মাঠে কাজ করা কৃষক ও গ্রামীণ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে তালগাছ কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখায়ও সহায়ক।
কর্মসূচি উদ্বোধনকালে সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। তালগাছ বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও সহায়ক। আজ কলেজ রোডে কর্মসূচি শুরু করলাম, শিগগিরই ফসলের মাঠ, নদী ও খালের ধারে আরও তালবীজ রোপণ করা হবে।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ কর্মসূচির মাধ্যমে প্রাণরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনপদ সুরক্ষায় সচেতনতা বাড়াতে চাই।”
বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা নিজেরাও তালবীজ রোপণের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রামীণ জনপদে বজ্রপাতজনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
বিডি প্রতিদিন/আশিক