রাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে খিলগাঁও থানাধীন জোড়পুকুর পারের বিপরীত পাশে ভবনে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিফাত কুমিল্লার মুরাদনগর থানার কাজীতলা গ্রামের মো. জসিমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করতেন।
রিফাতের সহকর্মী আল আমিন জানান, রিফাত ভবনটির ছয়তলার বাহিরাংশে এসিতে গ্যাস দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ