নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।
এবার নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিন শিক্ষক। তারা হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা।
বৃহস্পতিবার বিকেলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা জানান, নির্বাচন কমিশন থেকে যেভাবে ব্যালট বাক্সগুলো পাঠানোর কথা ছিল, সেভাবে কিন্তু পাঠানো হয়নি। তারা এ নির্বাচনকে হালকাভাবে নিয়েছে। নির্বাচনের দিন নতুন নতুন ভোটার তৈরি করা হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো। আজকের নির্বাচনটা ছিল সাজানো নাটক। এ জন্য আমরা বর্জন করেছি।
এর আগে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
বিডি-প্রতিদিন/বাজিত