যশোরের অভয়নগরে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারী ও শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াহেব ইমতিয়াজ ইয়াদ। সহ-সভাপতি রাজয় রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাংবাদিক প্রিয়বত ধর, অভিভাবক মালতি রাণী মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘের সহসভাপতি আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহিদ উসামা, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সাংগঠনিক সম্পাদক মতিন গাজী, সদস্য আসজাদ ইসনাদ, হাসান মাসুদ উৎস, রাহুল প্রমুখ।
অভয়নগরের ভবদহ এলাকার ২০ জন অসচ্ছল নারী ও শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন সুন্দলী বাজারের টেইলার্স দোকানী আখি বৌরাগী।
প্রশিক্ষণার্থী গৃহিণী মুক্তা রায় বলেন, বসুন্ধরা শুভসংঘের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ধন্য হয়েছি। জলাবদ্ধ এলাকায় এ ধরণের সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভবদহবাসীর দুঃখের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপ এমন মহতি উদ্যোগ বারবার গ্রহণ করবে এই কামনাই করছি।
অনার্স পড়ুয়া শিক্ষার্থী মিতা মন্ডল ও শান্তি মন্ডল বলেন, শুনেছি বসুন্ধরা শুভসংঘ মানবিক কাজ করে থাকে। আজ তার বাস্তব প্রমাণ পেলাম। তিন মাস প্রশিক্ষণ শেষে আমরা সেলাই মেশিন পাবো। যে মিশন দ্বারা আমরা আত্মনির্ভরশীল নারী হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোয়াহেব ইমতিয়াজ ইয়াদ বলেন, নারীদের স্বাবলম্বী করতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ গ্রহণ করেছে তা ভবদহ এলাকায় সাড়া ফেলেছে। তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আজ উদ্বোধন হয়েছে। প্রতিনিয়ত শুভসংঘের বন্ধুরা এই প্রশিক্ষণের তদারকি করবে। শুভ কাজের সবার পাশে থাকতে শুভসংঘের এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।