কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'নার্সিসিস্ট' বলে আখ্যায়িত করেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দোহায় ইসরায়েলের বিমান হামলাকে 'বর্বর' অভিহিত করে হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের আক্রমণের কারণে উপসাগরীয় দেশটি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে বলে মনে করছে।
মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই ঘটনা সংযুক্ত আরব আমিরাত, অন্যান্য উপসাগরীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে।
বুধবার নেতানিয়াহু কাতারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় হামাস কর্মকর্তাদের বহিষ্কার করতে হবে, নয়তো তাদের বিচার নিশ্চিত করতে হবে। কারণ যদি আপনারা তা না করেন, তবে আমরা করব। রয়টার্সের খবর অনুযায়ী, তিনি কাতারের কাতারের বিরুদ্ধে হামাসকে আশ্রয় এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও করেছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর 'ভবিষ্যতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের স্পষ্ট হুমকি'র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, নেতানিয়াহু সম্পূর্ণ অবগত যে কাতারে হামাসের কার্যালয়টি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুরোধে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে খোলা হয়েছিল। কাতারের প্রধানমন্ত্রীও সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা আবারও জানান।
তিনি বলেন, হামাসের কার্যালয় সম্পর্কে সবাই জানত এবং আমেরিকা ও ইসরায়েলই এটি স্থাপনের অনুরোধ করেছিল। তারা বছরের পর বছর ধরে গাজা নিয়ে হামাসের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে এই কার্যালয় ব্যবহার করছে।
কাতারের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, হামলার দিন সকালে তিনি এক জিম্মির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানান, সেই পরিবার একটি বার্তা নিয়ে এসেছিল, তাদের পরিবারের সদস্যকে বাড়িতে ফিরিয়ে আনার একমাত্র আশা ছিল কাতারের এই মধ্যস্থতা।
তিনি বলেন, আমার মনে হয় নেতানিয়াহু গতকাল যা করেছেন, তা জিম্মিদের ফেরত আনার সম্ভাবনা শেষ করে দিয়েছে।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল