জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট এবং লেগুনা-বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী এবং পুরান ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা জানান, পুরান ঢাকার বৈচিত্র্যময় ঐতিহ্য বর্তমানে নানা অনিয়ম ও অগোছালো অবস্থা দ্বারা ক্ষতিগ্রস্ত। চারপাশে এত শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অবৈধ বাসস্ট্যান্ডের কারণে শিক্ষার্থীরা নিরাপদভাবে চলাচল করতে পারছে না। দ্রুতগতির গাড়ি ও নেশাগ্রস্ত চালক-হেলপারদের কারণে বিশেষত নারী শিক্ষার্থীরা বিপদে পড়ছেন।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, “রায়সাহেববাজার থেকে আর কোনো বাস বা লেগুনা এই এলাকায় প্রবেশ করবে না। পরীক্ষা-সাপেক্ষে চালু থাকা লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণ এখন থেকেই স্থায়ীভাবে কার্যকর করতে হবে। আগামী দুই ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু করে কবি নজরুল সরকারি কলেজ হয়ে সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত সব অবৈধ দোকানপাট অপসারণ করতে হবে।”
তিনি বাহাদুর শাহ পার্কের চত্বরকে ‘বিশ্বজিৎ চত্বর’ ঘোষণা করেন এবং বলেন, “এই চত্বরকে ঘিরেই পুরান ঢাকা ও জবির সকল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আমরা অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড অপসারণের মাধ্যমে একটি সুন্দর ও নৈতিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “এই পরিবহনগুলো শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চরম সংকট সৃষ্টি করছে। রায়সাহেববাজার থেকে কোনো গাড়ি ঢোকার অনুমতি দেয়া হবে না। যদি কেউ প্রবেশ করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।”
এ-সময় জবি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আশিক