চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। বিগত হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে বার বার হয়রানি করেছে। মিথা মামলায় কারাগারে রেখেছে। কিন্তু দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সব সময় আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ জাফর আহম্মদ, মোহাম্মদ আবু মুসা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন