পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ রোভার ডেন কার্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে 'জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত সভায় শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর নূরুল আলম, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের ক ইউনিটের সিনিয়র রোভারমেট মো. আসিফ খান, সিনিয়র রোভারমেট মো. শিহাবুর রহমান, গার্লইন সিনিয়র রোভারমেট উম্মে জান্নাত তামান্না, সিনিয়র রোভারমেট মো. সাব্বির হোসেন, সহকারী সিনিয়র রোভারমেট তানভীর মোহাম্মদ রাফসান, নুরুজ্জামান হোসেন সজল, রোভারমেট ওয়ারেসুল আলম সাজিদ, মো. নাহিদ হোসেন, মাহমুদুল হাসান, মোছা. রিতু খাতুন, মোছা. মিনতি সরকার মিম, জান্নাতুল বাকিয়া, মোছা. রুনা খাতুন, মোছা. রিনা খাতুন, মোছা. রুমি খাতুন প্রমুখ।
আলোচনা সভায় শিক্ষার্থীদের জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। গার্লইন সিনিয়র রোভারমেট উম্মে জান্নাত তামান্না বলেন, “সবার আগে আমরা নিজেরা সচেতন হবো এবং অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করবো। এ জন্য মাদকবিরোধী, ট্রাফিক আইন মানা ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করবো। পৃথিবীটাকে আমরা যেমন পেয়েছি তার চেয়ে আরও সুন্দর করে রেখে যেতে চাই।”
প্রধান অতিথি প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময়ই সমাজের কল্যাণে কাজ করছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণার অঙ্গীকারবদ্ধ বার্তা ছড়িয়ে দেওয়ার শপথ গ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম