চোখ মেলিয়া ভোর প্রভাতে
শরৎ রানী দেখি,
শুকর গুজার ছাড়া জীবন
সারসংক্ষেপ মেকি!
উদাস আকাশ নীল গড়ন
ছায়া পড়ে হৃদে,
চঞ্চলা মন তোমায় পেতে
স্বরূপ ধরে ঈদে।
নির্মল হাওয়ায় শুঁকি ঘ্রাণ
তাল নীরব উদ্যানে,
স্মৃতির ডালি সাজিয়ে বসি
দুই দ্বারে কাশবনে।
চোখ মেলিয়া ভোর প্রভাতে
শরৎ রানী দেখি,
শুকর গুজার ছাড়া জীবন
সারসংক্ষেপ মেকি!
উদাস আকাশ নীল গড়ন
ছায়া পড়ে হৃদে,
চঞ্চলা মন তোমায় পেতে
স্বরূপ ধরে ঈদে।
নির্মল হাওয়ায় শুঁকি ঘ্রাণ
তাল নীরব উদ্যানে,
স্মৃতির ডালি সাজিয়ে বসি
দুই দ্বারে কাশবনে।