যত্রতত্র ময়লা ফেলা রাজধানী ঢাকার জলাবদ্ধতার একটি বড় কারণ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। যারা সেখানে সেখানে ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর গুলশানে নগর ভবনে ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন। মোহাম্মদ এজাজ বলেন, ‘অবৈধভাবে ফুটপাতে দোকান, তারাও এজন্য দায়ী। নাগরিক হিসেবে আমরা কেন ময়লা রাস্তায় ফেলব?’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রাস্তায় ময়লা না ফেলতে নসচেতনতামূলক কাজ প্রতিদিন করছি।
কাজ করার পরও যে পরিমাণ ময়লা মানুষ যেখানে সেখানে ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে, এটা নিয়ে শাস্তিমূলক জায়গায় যেতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই।’ ব্যানার-পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রশাসক।
সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেওয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান প্রশাসক এজাজ। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন তিনি।