ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নির্বাচনের জন্য আরও ভালো পরিবেশ প্রয়োজন বলে মনে করি। জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের বড় যে দুটি দাবি ছিল তা হলো, জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো
সংস্কার। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুরোপুরি সংস্কার হয়েছে বলে আমার মনে হয় না। তবে আশা করছি সংস্কার হবে। গতকাল দুপুরে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রশিবিরের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ছাত্রশিবির চায় কি না এমন প্রশ্নে শিবির সভাপতি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় যারাই ক্ষমতায় গেছে তারাই ফ্যাসিবাদী কায়েম করেছে বা সর্বোচ্চ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছে। সে হিসেবে মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি হওয়া উচিত। কারণ আইনি ভিত্তি না হলে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চয়তায় থাকবে।
কারমাইকেল ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।