বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির বিকল্প নেই। তাই ফেব্রুয়ারিতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চাননি, তাদের হাতে দেশ নিরাপদ নয়।
গতকাল দুপুরে ফটিকছড়ির হেয়াকো বাজার, নারায়ণহাট, মির্জারহাট, শান্তিরহাট, ভূজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সারোয়ার হোসেন মেম্বার, ওসমান তাহের সম্রাট, ইয়াকুব সিফাত, কামাল চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, রিফাত চৌধুরী, মাসুদ আজহার, হাসান হাফিজ প্রমুখ।